Site icon Jamuna Television

প্রকাশিত হলো লিমন হাসানের বই ‘গ্রামালজি’

প্রকাশিত হলো অনলাইন মাধ্যমে জনপ্রিয় ইংরেজি শিক্ষক লিমন হাসানের লেখা বই ‘গ্রামালজি’।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতিতে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ভিন্নধর্মী এই বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নেসার উদ্দিন আয়ূবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। বক্তারা সহজবোধ্য করে নতুন পদ্ধতিতে ‘ইংলিশ গ্রামার’ শেখার বই লেখার জন্য লিমন হাসানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে লিমন হাসানের ‘ইংলিশ বাজ’ ও নূরে জান্নাত মীমের ‘ওয়ান মিনিট ইংলিশ উইথ মিম’ নামের দু’টি প্রতিষ্ঠান মিলে ‘লিংগুয়াল একাডেমি’ নামে নতুন প্লাটফর্ম গঠনের ঘোষণা দেয়া হয়।

দু’টি পর্বে বিভক্ত অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। অনুষ্ঠান উপস্থাপনা করেন
নির্বাচিত দেশসেরা স্বর্ণকিশোরী, মেধাবী উপস্থাপক দীপ্তি চৌধুরী ও মেধাবী বিতার্কিক ও উপস্থাপক সাকিব সিজান।

জেডআই/

Exit mobile version