Site icon Jamuna Television

ব্যুফের খাবারে স্বাদ কেমন, জানলেন ৩ শ’ সুবিধাবঞ্চিত মানুষ

প্রথমবারের মতো ব্যুফে খাবারের স্বাদ নিলেন সুবিধাবঞ্চিত ৩০০ মানুষ। তাদেরকে অভাবনীয় এ আনন্দের সুযোগ করে দিয়েছে শামসুল হক ফাউন্ডেশন নামে চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের ‘মেহমানখানা’য় প্রতিদিন বিনামূল্যে খাওয়ানো হয় ২ শ’ মানুষকে।

কেউ রিকশা বা ভ্যান চালক, কেউ বা করেন ভিক্ষা। বাকিরাও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। দুবেলা দু-মুঠো খাবার জোটানোই যাদের জন্য কষ্টকর, তাদেরকে অভাবনীয় এ সুযোগ করে দিয়েছে শামসুল হক ফাউন্ডেশন। যাদের কার্যালয়টি পরিচিত ‘মেহমানখানা’ হিসেবে। চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটে সেই মেহমানখানায় মাছ, মাংস, সবজিসহ ১৫ পদের ব্যুফে খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন সুবিধাবঞ্চিত ৩০০ মানুষ।

শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন জানালেন, বিশেষ উপলক্ষ্যে একদিন ব্যুফে খাওয়ানো হলেও মেহমানখানায় প্রতিদিন দুপুরে বিনামূল্যে খাবার খান ২০০ মানুষ। টানা দুবছর ধরে চলছে তাদের এ কার্যক্রম। ২০২০ সাল থেকে মেহমানখানায় বিনামূল্যে খাবারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, হতদরিদ্রদের সহায়তা, বন্যার্তদের ত্রাণ সহায়তা, যৌতুকবিহীন বিয়েসহ নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড করে এরই মধ্যে আলোনায় এসেছে সংগঠনটি।

/এডব্লিউ

Exit mobile version