Site icon Jamuna Television

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো হংকং

ছবি: সংগৃহীত

জিতলেই সুপার ফোর, হারলেই এশিয়া কাপ থেকে বিদায়; এমন সমীকরণের ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হংকং। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দুই দলই।

এর আগে, ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান ও হংকং। গ্রুপের আরেক দল ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে দুই দলই। পাকিস্তানকে ৫ উইকেটে এবং হংকংকে ৪০ রানে হারায় ভারত। দুই ম্যাচ জিতে গ্রুপের সেরা দল হয়ে সুপার ফোরে ওঠে গেছে ভারত।

ওয়ানডেতে এর আগে তিনবার মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা হচ্ছে এ দুই দলের।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহনাওয়াজ দাহানি, হারিস রউফ ও নাসিম শাহ।

হংকংয়ের একাদশ: নিজাকত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, জিশান আলী, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, এহসান খান, মোহাম্মদ গজানফর ও আয়ুশ শুক্লা।

জেডআই/

Exit mobile version