Site icon Jamuna Television

সরকারের করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতে সরকারের করণীয় বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঠিক দিক-নির্দেশনার দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পিআইবিতে নগর সেবা বিষয়ক রিপোর্টারদের কর্মশালায় এই আহ্বান জানান তিনি। বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ না করে সমস্যা তুলে ধরতে হবে। তাহলে সরকার সঠিক পদক্ষেপ নিয়ে বিষয়টির সমাধানে কাজ করতে পারবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, মানুষ মাত্র ভুল হয়, তাই সরকারেরও কিছু বিষয়ে ভুল হতে পারে। তবে সেই ভুল যদি সাংবাদিকরা সঠিকভাবে ধরিয়ে দেয়, তাহলে দেশ এগিয়ে যাবে।

/এমএন

Exit mobile version