Site icon Jamuna Television

নাটোরে সাপের কামড়ে একজনের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে হোসেন আলী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, বেলা ১১ টার দিকে বাড়ির পাশে একটি বিষধর সাপ হোসেন আলীর পায়ে কামড় দেয়। হোসেন তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা স্থানীয় ওঝাকে দিয়ে বিষ নামানোর চেষ্টা করে।

পরে হোসেন আলীর অবস্থার অবনতি হতে থাকলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হোসেন আলীর মৃত্যু হয়।

/এডব্লিউ

Exit mobile version