Site icon Jamuna Television

হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ১৯৩ রানের জবাবে মাত্র ৩৮ রানেই গুটিয়ে গেলো হংকং। ফলে ১৫৫ রানের ব্যবধানে ম্যাচ জিতে শেষ দল হিসেবে এবারের এশিয়া কাপের সুপার ফোরে পোঁছে গেলো বাবর আজমের দল।

ভারতের বিপক্ষে ভালো ব্যাট করা হংকংয়ের ক্রিকেটাররা পাক স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি। দুই স্পিনার শাদাব খান ও মোহম্মদ নওয়াজ মাত্র ১৩ রান দিয়েই ৭ উইকেট তুলে নিলে ৩৮ রানে গুটিয়ে যায় হংকং।

তবে, হংকং শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করা নাসিম শাহ। দলীয় ৩য় ও নিজের ২য় ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান নাসিম। ওভারের দ্বিতীয় বলে নিজাকাত খানকে ফেরান এই পেসার। একই ওভারের পঞ্চম বলে আবারও নাসিমের আঘাত। এবার তার গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন বাবর হায়াত। হংকংয়ের রান তখন ১৬।

পঞ্চম ওভারে হংকংয়ের আরেক ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান শাহনেওয়াজ ধানি। আর সপ্তম ওভারে দলীয় ২৫ রানে লেগ স্পিনার শাদাব খানের বল বুঝতে না পেরে বোল্ড হন আইজাজ খান।

পরের ওভারে হংকং ইনিংসে আবারও আঘাত হানেন পাক বোলাররা। এবার উইকেট সংগ্রহের মিছিলে যোগ দেন মোহাম্মদ নওয়াজ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কিঞ্চিত শাহকে। ২ বল বাদে ফের আঘাত নওয়াজের। এবার হংকংয়ের উইকেটকিপার স্কট ম্যাককেনিকে সরাসরি বোল্ড করেন।

নবম ওভারে এসে আবার আঘাত হানেন শাদাব। হারুন আরশাদকে বোল্ড করে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। হংকংয়ের রান ৭ উইকেট হারিয়ে ৩৬ রান। দশম ওভারের প্রথম বলে নওয়াজ ফেরান জিশান আলিকে। ১১তম ওভারে এসে বাকি দুই উইকেট তুলে নেন শাদাব। ফলে ৩৮ রানেই গুটিয়ে যায় হংকং।

এর আগে, প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ তোলে পাকিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তানের রান ছিল মোটে ৪০। এর মধ্যে তৃতীয় ওভারেই দলীয় ১৩ রানে অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় তারা। প্রথম ১০ ওভারে পাকিস্তানের রান দাঁড়ায় ৬৪ রানে।

এরপর একটু একটু করে খোলস থেকে বের হওয়া শুরু করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ওয়ান ডাউনে নামা ফখর জামান। পরের ৫ ওভারে রান আসে ৫২। ১৭তম ওভারের প্রথম বলে কট আউট হয়ে সাজঘরে ফেরেন ফখর। যাওয়ার আগে ফখরের সংগ্রহ ৪১ বলে ৫৩ রান। তবে ইনিংসের আরেক প্রান্তে রিজওয়ান ছিলেন অবিচল। শেষ পর্যন্ত উইকেটে থেকে রানের চাকা সচল রাখেন তিনি। ৫৭ বলে খেলেছেন ইনিংস সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস।

তবে, পাকিস্তানের বিশাল সংগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান চার নাম্বারে নামা খুশদিল শাহের। শেষ পর্যন্ত খেলে ১৫ বলে ৩৫ রান করেন তিনি। এর মধ্যে শেষ ওভারেই চার ছক্কায় তোলেন ২৯ রান।

এই ম্যাচে জয়ের ফলে এশিয়া কাপের এবারের আসরের সুপার ফোরও নিশ্চিত হয়ে গেলো। ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান। গতকাল বাংলাদেশকে হারিয়ে একই গ্রুপ থেকে সুপার ফোরে যায় শ্রীলঙ্কাও। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত হয় ভারতেরও। শেষ দল হিসেবে আজকে সেরা চার নিশ্চিত করলো পাকিস্তান।

জেডআই/

Exit mobile version