Site icon Jamuna Television

নামতে শুরু করেছে তিস্তার পানি

দুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে তিস্তার পানি। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম হতে থাকলেও শনিবার (১ সেপ্টেম্বর) সকালে পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এ কারণে পানিও নামা শুরু করেছে।

তবে তলিয়ে যাওয়া আমনের ক্ষেতগুলো গেল প্রায় তিন দিন ধরে পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে। তিস্তা অববাহিকার নীলফামারীর জলঢাকা, ডোমার, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, সদর, কুড়িগ্রামের রাজারহাট, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষ সাত দফায় বন্যার কবলে পড়লেন।

এ দফা বন্যায় নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর আমনের জমি, পুকুরের পার ধসে এবং উপচে চলে গেছে মাছ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট বিরাজ করছে। দুর্গত মানুষ ডানতীর রক্ষা বাঁধের দাবি জানিয়েছেন।

/এডব্লিউ

Exit mobile version