Site icon Jamuna Television

নোয়াখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের নগরী পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর চাষীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনিয়ে এসপি শহীদুল ইসলাম বলেন, বিক্রির জন্য গাঁজা নিয়ে চাষীরহাট বাজারের অবস্থানকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version