Site icon Jamuna Television

ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানিলন্ডারিং মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নাম জড়িয়েছে নোরা ফাতেহিরও। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও এ নিয়ে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মানি লন্ডারিং মামলায় এখন পুলিশের হেফাজতে আছে সুকেশ। তার সাথে প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। ফলে এই মামলার অতিরিক্ত চার্জশিটে অভিনেত্রীর নাম সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, সুকেশের দেয়া দামি উপহার পেয়েছেন নোরাও। তাই এ নিয়ে প্রশ্নের মুখে তিনিও।

এই মামলায় এর আগেও একাধিকবার তলব করা হয় নোরাকে, চলে জিজ্ঞাসাবাদ। গত ডিসেম্বর মাসে জানা গিয়েছিল, সুকেশের বিরুদ্ধেই সাক্ষী দেবেন নোরা। এরই মধ্যে ফের তাকে তলব করলো ইডি।

এসজেড/

Exit mobile version