Site icon Jamuna Television

রাজধানীতে লোকাল বাসে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা

রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করে ট্রান্সসিলভা পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই পদ্ধতিতে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টারে পজ মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। তাতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। যাত্রীদের প্রত্যাশা, এর ফলে ভোগান্তি কমে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আসবে।

এই পাইলট প্রকল্পের অধীনে আগামী ২০ সেপ্টেম্বর প্রজাপতি, পরিস্থান, অছিম, নূর-ই মক্কা ও বসুমতি পরিবহনে ই-টিকিট সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর সব বাসে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

/এমএন

Exit mobile version