Site icon Jamuna Television

ঢাকায় এবি পার্টির বিক্ষোভ মিছিল; বিএনপির সমাবেশে পুলিশ গুলি করায় নিন্দা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম ও রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করে দলটি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, দুর্নীতি-দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে মানুষকে দুর্বিষহ অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে সরকার। নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলি করার ঘটনার তীব্র নিন্দা জানান ডা. ওহাব মিনার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version