Site icon Jamuna Television

ঝিনাইদহে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আমজাদ মহেশপুরের ডালভাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে আটক করা হয়। মামলার এজাহার ও এলাবাকাসী সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট দুপুরে পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত আমজাদ হোসেন এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর মা বাড়িতে চলে আসায় আমজাদ হোসেন পালিয়ে যায়।

পরে বিষয়টি ভুক্তভোগীর মা কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবীকে মৌখিকভাবে জানান। এ নিয়ে সালিশের চেষ্টা করেও ব্যর্থ হলে শুক্রবার বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে অবহিত করা হয়। ওসি রাতেই পুলিশ পাঠিয়ে আসামি আমজাদ হোসেনকে আটক করেন।

এনিয়ে ওসি সেলিম মিয়া বলেন, মামলা দায়ের হয়েছে। আসামিকে জেল-হাজতে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে আসামির বিরুদ্ধে।

এসজেড/

Exit mobile version