Site icon Jamuna Television

মার্কিন ড্রোন আটক করলো ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন দু’টি ড্রোন আটক করেছে ইরান। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ড্রোন আটক করল দেশটি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে মার্কিন চালকবিহীন দু’টি ড্রোনকে ঘণ্টাখানেক আটকে রাখে ইরানের ডেস্ট্রয়ার। পরে নিরাপদ স্থানে নিয়ে সেগুলো ছেড়ে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হলেও বিস্তারিত জানানো হয়নি।

ইরানের নৌবাহিনী জানায়, লোহিত সাগরে নিয়মিত টহল দিচ্ছে ইরানের ফ্রিগেড জামারান। ডেস্ট্রয়ারটি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা ড্রোনের মুখোমুখি হয়।

চালকবিহীন এসব ড্রোন সাগরে টহল দিচ্ছিল। এ সময় দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষকে আহ্বান জানায়, যেন তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করা হয়। তাতে কোনো সাড়া না পেয়ে ইরানি ডেস্ট্রয়ার জামারান ওই দু’টি মার্কিন সমুদ্র ড্রোনকে আটক করে।

ইরানের দাবি, মার্কিন ড্রোনগুলো ইরানের সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তাই নৌ রুট বিপদমুক্ত রাখার লক্ষ্যে লোহিত সাগরে ইরানি নৌবাহিনীর সদস্যরা ড্রোন দুটি জব্দ করে।

/এনএএস

Exit mobile version