Site icon Jamuna Television

ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

ছবি: সংগৃহীত

ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। করোনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশটি। কিন্তু সেখান থেকে দ্রুত নিজদের অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে এনেছে দেশটি। ভারত এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।

অর্থনীতির শক্তির বিচারে ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকার পঞ্চম স্থানে উঠে এলো ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিভিন্ন দেশের জিডিপির পরিসংখ্যানসহ করা তালিকায় ব্রিটেনের অবস্থান এখন ষষ্ঠ স্থানে।

মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময়ে ব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ধরে হিসেবটি করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি বছরে ১৩ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদিও দেশটির রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পূর্বাভাস থেকে এ হিসাব কিছুটা কম। উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধির হারে সর্বোচ্চ ছিল ভারতের জিডিপি।

ভারতের অর্থনীতি এ বছর ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির ঠিক পরেই ভারত।

/এনএএস

Exit mobile version