Site icon Jamuna Television

খুন করে ধানক্ষেতে ফেলে রাখেন লাশ, ৬ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

রাজশাহীর শহীদুল হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ময়েজ উদ্দিনকে ৬ বছর পর নাটোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার মধ্যরাতে জেলার বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় র‍্যাব।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ২০১৬ সালের নভেম্বর মাসে আসামি ময়েজ উদ্দিন কয়েকজন সহযোগীসহ তানোর এলাকার বাসিন্দা শহীদুল ইসলামকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখেন। পরবর্তীকালে শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিলের।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল নাটোরের বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ময়েজ উদ্দিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ময়েজ উদ্দিন শহীদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ময়েজ উদ্দিনকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করা হয়।

/এডব্লিউ

Exit mobile version