Site icon Jamuna Television

হিজরা সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেলো তারা পুরুষ!

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজরাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর জানা গেলো তারা পুরুষ! হিজরা সেজে তারা এতদিন চাঁদাবাজি করছিলেন।

গ্রেফতার এই ছদ্মবেশী হিজরা হলেন, মৌসুমী হিজরা (৩২), অনিকা হিজরা (১৯), তুলী হিজরা (২৪) এবং দুলী হিজরা (২৫)।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সাথে অশ্লীল আচরণ করতেন।

সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড় থাকেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশির পর জানা যায় তারা পুরুষ। এ ব্যাপারে আরও তথ্য পেতে আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। এই ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

/এনএএস

Exit mobile version