Site icon Jamuna Television

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সমাহিত করা হলো মিখাইল গর্বাচেভকে

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সমাহিত হলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সবশেষ নেতা মিখাইল গর্বাচেভ। মস্কোর নভোদিভিচি কবরস্থানে সমাহিত করা হয় এ নেতাকে। খবর রয়টার্সের।

এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) মস্কোর হাউজ অব ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুমে তাকে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার রুশ নাগরিক। শেষকৃত্যে অংশ নেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ। তবে, ছিলেন না ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানায়, রাষ্ট্রের অন্যান্য কাজে ব্যস্ত থাকায় রুশ প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকতে পারেননি। গেলো বৃহস্পতিবার অবশ্য গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানান পুতিন। বুধবার ৯১ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের এ নেতার।

/এমএন

Exit mobile version