Site icon Jamuna Television

গুলশানের মার্কেটগুলো সিভিক সেন্টার হিসেবে গড়া হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

উন্নত বিশ্বের আদলে রাজধানীর গুলশানের মার্কেটগুলোকেও সিভিক সেন্টার হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ইনিস্টিটিউটে দুই দিনব্যাপী নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, সিভিক সেন্টারের মাধ্যমে ঢাকা সিটিকে ভবিষ্যতে প্রজন্মের জন্য সাংস্কৃতিক, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে। সিভিক সেন্টারকে মাথায় রেখেই ঢাকাকে সাজানোর পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি।

নগর উন্নয়নে সমন্বয়হীনতাই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, খাল উদ্ধার করা হয়েছে। যানজট থেকে মুক্তির জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ঢাকা সিটির ভেতর থেকে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোকে সিটির বাহিরে সরিয়ে নেয়ার কাজও শুরু হয়েছে বলে জানান মেয়র।

/এমএন

Exit mobile version