Site icon Jamuna Television

বেনাপোলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদসহ আটক ১


বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকা থেকে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল, ১০ হাজার কানাডিয়ান ডলার ও ৮ বোতল বিদেশি মদসহ মো. আশিক মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ১০ হাজার কানাডিয়ান ডলার, ও ৮ বোতল বিদেশি মদসহ মো. আশিক মিয়াকে আটক করে বিজিবি।

আটক মো. আশিক মিয়া শরিয়তপুর জেলার জাজিরা থানার মাস্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী সদস্য বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক
প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালিয়ে বিপুল বৈদেশিক মুদ্রাসহ আশিক মিয়াকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, ভারত থেকে পাসপোর্টযোগে আসা এক যাত্রীকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ১০ হাজার কানাডিয়ান ডলার, ও ৮ বোতল বিদেশি মদসহ মো. আশিক মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এনএএস

Exit mobile version