Site icon Jamuna Television

বিজিবির ধাওয়ায় ব্যাগের ভেতরে থাকা ১৫ লক্ষাধিক টাকা রেখে যুবকের দৌড়

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ১৫ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করেছে বিজিবি জওয়ানরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গঙ্গাসাগর বিওপি ক্যাম্প কমান্ডার মো. নাজির আহমেদ।

এর আগে, উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্তের ২০২৪/৩ এস-পিলার এলাকা থেকে শুক্রবার টাকা ভর্তি ব্যাগ জব্দ করা হয়।

মোগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. জিতু মিয়া যমুনা টেলিভিশনকে জানান, উপজেলার বাউতলা সীমান্তের কোনার বাড়ি এলাকায় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা টাকা ভর্তি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

গঙ্গাসাগর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. নাজির আহমেদ জানান, আখাউড়া বাউতলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে হুন্ডির টাকা পাচার হয়ে আসার খবরে জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। এ সময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে টাকা ভর্তি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ব্যাগটি ক্যাম্পে এনে গণনা করে তার মধ্যে ১৫ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। জব্দকৃত টাকা আখাউড়া উপজেলা ট্টেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

জেডআই/

Exit mobile version