Site icon Jamuna Television

অভিষেককে ইডির জেরা; মমতার ভাতিজার দাবি, হয়রানির জন্য সাজানো মামলা

ছবি: সংগৃহীত।

কয়লাকাণ্ডে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জির জিজ্ঞাসাবাদকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা (ইডি) কার্যালয়ে প্রায় সাত ঘণ্টা জেরা শেষে বেরিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে তোপ দাগালেন অভিষেক।

তার দাবি, রাজনৈতিক হয়রানির জন্যই এই সাজানো মামলা। দুর্নীতির সাথে সামান্য যোগসূত্র প্রমাণিত হলে ফাঁসির দড়ি গলায় পরতে প্রস্তুত বলে জানান তিনি। অন্যদিকে, মিডিয়ায় বড় বড় কথা না বলে, তৃণমূল নেতাকে আদালতে নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি।

এদিকে, দুর্নীতি মামলায় ৩য় বারের মতো ইডির জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে অভিষেক ব্যানার্জি সংবাদিকদের জানান, তদন্ত কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক হয়রানি বলে আখ্যা দেন। বললেন, কয়লাকাণ্ড নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কাণ্ড। মাথা নত করবেন না।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বাধীনভাবেই তদন্ত করছে, এমন দাবি কেন্দ্রীয় ক্ষমতাসীনদের। আদালতেই প্রমাণ হবে তৃণমূল সভানেত্রী ও তার স্বজনদের দুর্নীতি, এমন মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের।

বাংলার রাজনীতিকে তৃণমূল কংগ্রেস কলুষিত করছে, সিপিআইএম এমন অভিযোগ করলেও ইডির তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দলটি।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সিবিআই এবং ইডি ডাকছে, ছেড়ে দিচ্ছে আমরা সিঁদুরে মেঘ দেখছি। এটা ওদের মধ্যে রাজনৈতিক দরকষাকষি, হয়তো। এটার একটা স্থায়ী সমাধান দরকার। দুর্নীতি-খুন-ধর্ষণ-লুটপাট করে বাংলার রাজনীতিকে কলুষিত করেছে তৃণমূল কংগ্রেস। মানুষ আগামী দিনে এর বিচার করবে।
এর আগেও দুইবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লীতে ইডির কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে অভিষেককে।

/এমএন

Exit mobile version