Site icon Jamuna Television

শেষ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ মিসরের

শেষ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ মিসরের

শেষ মিনিটের গোলে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মিসরকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এর আগে, ৯০ মিনিট পর্যন্ত উরুগুয়েকে ভালোভাবেই আটকে রেখেছিল মোহাম্মদ সালাহ বিহীন মিসর। পাল্টা আক্রমণে উরুগুয়ের রক্ষণভাগের পরীক্ষাও নিয়েছে বেশ কয়েকবার। শেষ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।

স্বাভাবিকভাবেই, একাতেরিনবার্গ এরেনায় আজকের ম্যাচের ফেভারিট ছিল উরুগুয়ে। তবে, সুয়ারেজ-কাভানিদের দারুণ সব আক্রমণ ঠেকিয়ে দিয়ে উরুগুয়েকে হতাশায় ডুবাচ্ছিল মিসর। একের পর এক গোলের সম্ভাবনা কাজে লাগাতে না পেরে হতাশায় ছেয়ে যাচ্ছিলেন সুয়ারেজ-কাভানিরা। শেষ মুহূর্তে কর্নার কিক থেকে দারুণ এক হেডে গোল করে তাদের হাসালেন হোসে গিমেনেস। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের হেডেই মিশরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো উরুগুয়ে।

মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ মাঠে নামার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সাইড বেঞ্চেই বসে ছিলেন।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version