সাতক্ষীরায় চা দোকানি ইয়াসীন আলীর খণ্ডিত মাথা ৫ দিন পর উদ্ধার হয়েছে। শনিবার ঘাতক জাকিরকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, ঘটনাটি প্রথমে ক্লু লেস ছিল। আমাদের গোয়েন্দা তৎপরতায় আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই আমরা ইয়াসিন আলীর খণ্ডিত মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার রক্তমাখা জামাকাপড় ও উদ্ধার করা হয়েছে। যে দা দিয়ে ইয়াসীন আলীর মাথা বিচ্ছিন্ন করা হয়েছে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
গত মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে দোকান থেকে কাজের কথা বলে তাকে একজন ডেকে নিয়ে যায়। পরদিন সকালে শহরের বকচরা এলাকার বাইপাস সড়কের পাশ থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানিয়েছেন, ব্যবসার প্রয়োজনে টাকা ধার নিয়েছিলেন ইয়াসিন। এর মধ্যে কিছু টাকা শোধও করেন তিনি। বাকি টাকার জন্য তাকে চাপ দিচ্ছিলেন পাওনাদার। ১২-১৩ হাজারের মতো টাকা পেতেন তিনি। দোকানে এসে হুমকি ধমকিও দিয়ে যেত। সেদিন তাকে নিয়ে যাওয়ার সময় নাইটগার্ডরা দেখছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নববধূর আত্মহত্যা
ইউএইচ/

