Site icon Jamuna Television

সোমালিয়ায় খাবারের ট্রাকে জঙ্গি হামলা, লুটপাটের পর নারী ও শিশুসহ ট্রাকের সবাইকে হত্যা

সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৯ বেসামরিক নাগরিক। শনিবারের (৩ সেপ্টেম্বর) ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত।

আলজাজিরার খবরে বলা হয়েছে, আধা-স্বায়ত্তশাসিত হিরান অঞ্চলে খাদ্যবহনকারী ট্রাকটিতে হামলা চালানো হয়। এসময় জরুরি খাদ্যপণ্য লুটপাটের পাশাপাশি ট্রাকে থাকা মানুষদের হত্যা করে জঙ্গিরা। নিহতদের তালিকায় রয়েছে নারী ও শিশুরাও।

স্থানীয় প্রশাসন জানায়, পুনরায় হামলা আতঙ্কে মরদেহগুলো উদ্ধারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। মূলত বালাদওয়েনে থেকে মাহাস শহরের দিকে খাবার সরবরাহ করছিল ট্রাকগুলো। হামলা চালিয়ে যানগুলোতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা।

এর আগে গত মাসেই দেমটির রাজধানীরতে একটি পাঁচ তারকা হোটেলকে ৩০ ঘণ্টার জিম্মি করে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে আল-শাবাব, খুন করে কমপক্ষে ২০ জনকে।

/এডব্লিউ

Exit mobile version