Site icon Jamuna Television

রোনালদোকে উপেক্ষা করলেন মেসি?

ক্রিস্টিয়ানো রোনালদোকে কি উপেক্ষাই করলেন লিওনেল মেসি? যখন কিনা বিশ্বজুড়ে এই দু’জনের তুলনা করতে ব্যস্ত সবাই তখন মেসির সেরা তালিকায় নেই সিআর সেভেন!

এবারের বিশ্বকাপে কাদের দিকে নজর থাকবে এমন প্রশ্নের জবাবে আটজনকে বাছাই করলেও রোনালদোকে রাখেননি মেসি। তবে কি তিনি মনে করেন, বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোর দিকে বাড়তি নজর রাখার দরকার নেই? মেসি এই প্রশ্নের জবাব দেননি। শুধু কাদের দিকে নজর রাখা যায়, সেসব নাম বলেছেন। মেসির তালিকায় আছেন ব্রাজিলের নেইমার ও কুতিনহো, স্পেনের ইনিয়েস্তা, ডেভিড সিলভা, বেলজিয়ামের হ্যাজার্ড, ডি ব্র’ইন, ফ্রান্সের গ্রিজমান, এমবাপ্পে। মেসির মতে, এর বাইরে জার্মানির পুরো দলটাই শক্তিশালী। বলেছেন, এবারের বিশ্বকাপে দারুণ সব খেলোয়াড়কে দেখা যাবে।

রাশিয়ায় বাড়তি নজর রাখার তালিকায় সিআর সেভেনকে না রাখলেও তার রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে কথা বলেছেন মেসি। জানান, ওর ভেতরে কী চলছে, জানি না। হয়তো নিশ্চয়ই কিছু ভেবেছে। সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। আমি সেটা বিচার করতে পারি না।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version