Site icon Jamuna Television

জেলা পরিষদ নির্বাচনে আ. লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তত ১ শ’ জন।

এদিকে, একইসাথে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলছে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের। প্রথম দিনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাছান রিপন, ফারজানা রাব্বী বুবলীসহ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন।

আগামী ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যাচাইবাছাই করে এসব প্রার্থী চূড়ান্ত করা হবে।

/এমএন

Exit mobile version