Site icon Jamuna Television

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে নুরুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম হাজীর মাজার বস্তির হারুন মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে হাজীর মাজার বস্তির বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসা চলছে এমন গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নুরুল ইসলামের বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা করে থাকে নুরুল ইসলাম। তার বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এসজেড/

Exit mobile version