Site icon Jamuna Television

আসছে হেরাফেরি ৩, সেপ্টেম্বরেই ঘোষণা!

বলিউডে যে কয়েকটি শীর্ষ দর্শকপ্রিয় ছবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য ‘হেরাফেরি’। মুক্তির এতাে বছর পরও রাজু, শ্যাম আর বাবুরাও এর চরিত্র এখনো দর্শক মনে জীবন্ত। এবার এই ছবির তৃতীয় সিক্যুয়াল আসছে বলে জানা গেছে। চলতি মাসে অক্ষয় কুমারের জন্মদিনেই নতুন এই ছবির ঘোষণা করা হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মূূলত ‘হেরাফেরি ৩’ ছবিটি নিয়ে কথাবার্তা চলে আসছে বেশ আগে থেকেই। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে নতুন করে শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন আনন্দ পণ্ডিতও। আগামী ৯ সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিনের দিনই ছবিটির ঘোষণা করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল অভিনীত এই ছবির সিক্যুয়াল নিয়ে এরই মধ্যে অনেক আশাবাদী দর্শক। হেরাফেরির পাশাপাশি ‘ওয়েলকাম- ৩’ নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

এসজেড/

Exit mobile version