Site icon Jamuna Television

লন্ডনের শপিং মলে দুর্বৃত্তদের এসিড হামলা

লন্ডনের একটি শপিং মলে দুর্বৃত্তদের ছোঁড়া এসিড জাতীয় পদার্থে ছয়জন আহত হয়েছে।

শনিবার রাতে পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড সেন্টারে এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বাকি সন্দেহভাজনদের খোঁজে চলছে অভিযান। এর আগে বিভিন্ন সময় হেইট ক্রাইমে লন্ডনসহ যুক্তরাজ্যের কয়েকটি জায়গায় মুসলিমদের ওপর এসিড হামলার ঘটনা ঘটে।

Exit mobile version