Site icon Jamuna Television

২০২১-এ দেশের অর্থনীতিতে সাড়ে ৪ হাজার কোটি টাকা অবদান রেখেছে উবার: প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিতে ২০২১ সালে আনুমানিক সাড়ে চার হাজার কোটি টাকার অবদান রেখেছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। একই সময়ে উবারের মাধ্যমে চালকরা অতিরিক্ত ৫২ কোটি টাকার বেশি আয় করেছেন। যা তাদের আগের উপার্জনের চেয়ে ২৬ শতাংশ বেশি।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের অর্থনীতিতে উবারের প্রভাব সম্পর্কিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

যুক্তরাজ্যভিত্তিক নীতি গবেষণা সংস্থা ‘পাবলিক ফার্স্ট’ এর এই প্রতিবেদনে বলা হয়, উবার ব্যবহারকারী বাংলাদেশের ৯০ শতাংশ নারী যাত্রী নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে এই সেবা গ্রহণ করছেন। প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সার্ভিসের সহজলভ্যতার কারেণে ৮৪ শতাংশ যাত্রী গাড়ি না কেনার সিদ্ধান্ত নিতে পেরেছেন।

প্রায় দুই হাজার যাত্রী এবং চালকের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালনার করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতে সক্ষমতা বেড়েছে। তাই উবারের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

/এমএন

Exit mobile version