Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় নিহত টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রোববার (৪ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের পালঘরে বেলা ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

সাইরাস মিস্ত্রি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন। মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোটি এলাকায় গাড়িটি সড়ক বিভাজককে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

টাটা সন্সের চেয়ারম্যান পদে রতন টাটার স্থলাভিষিক্ত হন তিনি। তবে ভারতের সবচেয়ে হাই-প্রোফাইল বোর্ডরুম অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সাইরাস।

পালঘর পুলিশ জানিয়েছে, সোয়া তিনটার দিকে সুরিয়া নদীর ওপর সেতুতে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিল। এখন পর্যন্ত এটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। চালকসহ গাড়িতে থাকা আরও দুইজন আহত হন। তাদের গুজরাটের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএন

Exit mobile version