Site icon Jamuna Television

স্কুলের বেতন বাকি থাকায় অপমানের অভিযোগ, নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা চেষ্টা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

স্কু‌লে বেতন ব‌কেয়া থাকায় পরীক্ষার হল থে‌কে বের করে দেয়ায় ক্ষোভ ও অপমা‌নে ডিটার‌জেন্ট খে‌য়ে আত্মহত্যার চেষ্টা ক‌রেছে রো‌জিনা আক্তার নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। বর্তমা‌নে ওই স্কুলছাত্রী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে রাজবাড়ীর গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার নিজাম উদ্দিন শেখের মেয়ে। 

অসুস্থ স্কুলছাত্রীর বাবা নিজাম উদ্দিন শেখ জানান, তার মেয়ের ক্লাস রোল ৩। চলতি মাসসহ স্কুলের বিভিন্ন ফি বাবদ ১ হাজার ৯শ’ টাকা ব‌কেয়া ছিল। সপ্তাহখানে আগে ১ হাজার ৫শ’ টাকা পরিশোধ করেন। আজ স্কুলে পরীক্ষা চলাকালে চলতি মাসের বেতন বকেয়া থাকায় তার মেয়েকে অপমান করে পরীক্ষার হল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। এরপর তার মেয়ে অপমান সইতে না পেরে বাড়িতে এসে সবার অজান্তে ডিটারজেন্ট পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তা‌কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

তিনি আরও বলেন, স্কুল কর্তৃপক্ষ তার মেয়েকে এভাবে অপমান না করে অভিভাবক হিসেবে তাকে বলতে পারতেন। তি‌নি বেতনের ৪শ’ টাকা পরিশোধ করে দিতে পারতেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম জানান, মুনস্টার কলেজিয়েট স্কুল একটি বেসরকারি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বেতনেই শিক্ষকদের বেতন হয়। ইতিমধ্যে অন্তত ৪-৫ লাখ টাকা শিক্ষার্থীদের বেতন বকেয়া হয়ে রয়েছে। বকেয়া বেতন আদায়ের জন্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়া হয়নি। তবে কোনো শিক্ষার্থীকে অপমান করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং বলা হয়েছে বেতন পরিশোধ করলে পরবর্তীতে এই পরীক্ষা নেয়া হবে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আঁখি বিশ্বাস জানান, ডিটারজেন্ট পাওডার খেয়ে অসুস্থ হওয়া ওই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও আরও কিছু সময় না গেলে ঝুঁকি মুক্ত বলতে পারছি না।

/এনএএস

Exit mobile version