Site icon Jamuna Television

নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট,নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরকে পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রোববার সকালে ভুক্তভোগীর বাবা থানা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়। সকালেই এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বজনরা শিশুটিকে বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির একটি ঘর থেকে তার পরনের প্যান্ট খোলা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় প্রতিবেশীদের সামনেই ওই শিশু ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনার পরদিন শনিবার সকালে ভুক্তভোগী ওই শিশুর পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version