Site icon Jamuna Television

টস জিতে পাকিস্তানের বোলিং, দুই দলের একাদশেই পরিবর্তন

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এই ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পরের ইনিংসে শিশির ভূমিকা রাখবে বলে আশা করছেন বাবর।

দুই দলেই এসেছে একাধিক পরিবর্তন। পাকিস্তান পেসার শাহনেওয়াজ দাহানির বদলে দলে এসেছেন মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে, ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। সেই সাথে, ইনজুরিতে পড়া রবীন্দ্র জাদেজা ও আভেশ খানের জায়গায় দলে এসেছেন দীপক হুদা ও স্পিনার রবি বিষ্ণয়। উইকেটের পেছনে থাকবেন রিশাভ পান্ত।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, রিশাভ প্যান্ট, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণয়, যুজবেন্দ্র চাহাল ও আরশদীপ সিং।

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

/এম ই

Exit mobile version