Site icon Jamuna Television

যুক্তরাজ্য যখন অর্থ গুনছে, তখন ইউক্রেন গুনছে লাশ: ইউক্রেন ফার্স্ট লেডি

গোটা বিশ্ব মহামারি কাটিয়ে অর্থ গুণতে ব্যস্ত। কিন্তু ইউক্রেন এখনো গুনছে লাশের সারি। রোববার (৪ সেপ্টেম্বর) বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি।

সাক্ষাৎকারে ওলেনা বলেন, ইউক্রেন সংকটময় পরিস্থিতি পার করছে। মহামারির কারণে গোটা বিশ্বের মতো আমরাও ক্ষতিগ্রস্ত। দেখেছি প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছি। কিন্তু পার্থক্য হলো, এখন মহামারি কাটিয়ে আপনারা যখন অর্থ গুনছেন, আমরা তখন লাশ গুনছি। কিয়েভে নেয়া সাক্ষাৎকারে ওলেনা আরও বলেন, যুদ্ধে জনগণের ক্ষয়ক্ষতি তুলে ধরা গুরুত্বপূর্ণ ছিল।

ওলেনাকে প্রশ্ন করা হয়েছিল, রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্বে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধের প্রভাব গিয়ে পড়েছে তেল ও গ্যাসের দামের ওপর। এ বিষয়ে আপনার মতামত কী? তিনি বলেন, ইউক্রেনেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর থেকে বেশি হত্যা করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version