ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে ফিরছিলেন রুবেল, ডিবি পরিচয় দিয়ে রাস্তা থেকেই ছিনতাই

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে নুরুল করিম রুবেল নামের এক ব্যক্তির কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামানন্দপুর গ্রামের রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল কবির রুবেলের বাড়ি উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে এগারো লাখ টাকা তুলে সিএনজিযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন নুরুল করিম রুবেল। পথে উপজেলার রামানন্দপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি গাড়ির গতি রোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং অস্ত্র ঠেকিয়ে তাকে
প্রাইভেট কারে তুলে দ্রুত দাগনভূঞা বাজারের দিকে নিয়ে যায়। যানটি নুরের টেক নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা ভুক্তভোগীকে মারধর করে দুই হাতে হ্যান্ডক্যাফ লাগিয়ে উপজেলার মীরেরপুল নামক স্থানে সড়কের ওপর ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি।

ভুক্তভোগী নুরুল করিম রুবেল জানান, ঘটনার সময় তিনি চিৎকার করলেও ছিনতাইকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক মো. জাফর উদ্দিন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে খোঁজ নেয়া হচ্ছে। এর আগেও একই কায়দায় দাগনভূঞার গজারিয়া সড়কে এক বিকাশ এজেন্টের চার লাখ টাকা এবং উপজেলার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থান থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যবসায়ীর প্রায় আটাশ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply