এশিয়া কাপের সুপার ফোরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ভারত-পাকিস্তানের মহারণ। টস হেরে ব্যাট করতে নেমেই মাঠে ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পর লোকেশ রাহুলকেও ফিরিয়ে দিয়ে পাকিস্তান শিবিরে খানিকটা স্বস্তির বাতাস ছড়িয়েছেন হারিস রউফ ও শাদাব খান। এরপর সূর্যকুমারকেও ফিরিয়ে দিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরেছে পাকিস্তান।
ইনজুরি থেকে ফেরার পর মন্থর গতিতে ব্যাট করছেন বলে কিছুটা যেন সমালোচিত হচ্ছিলেন লোকেশ রাহুল। রোহিত শর্মার সাথে তার উদ্বোধনী জুটি ভারতের রানের গতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে, এমন কথাও শোনা গেছে। তবে পাকিস্তানের সাথে আজকের ম্যাচে অন্তত তেমনটা দেখা যায়নি। প্রথম ৫ ওভারের মাঝে দুই ওপেনার দলকে এনে দেন ৪টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। রান রেট প্রায় দশের ঘরে যাওয়ার পর টাইমিংয়ে গড়বড় করে আউট হন রোহিত শর্মা। ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ২৮ রান করেন ভারতীয় অধিনায়ক।
পরের ওভারেই শাদাব খানের বলে লং অনে ক্যাচ দিয়ে বিদায় নেন লোকেশ রাহুল। নিজের সাথে লড়াই অনেকটাই শেষ করে এখন থেকে হয়তো প্রতিপক্ষের সাথেই লড়াই করবেন এই টপ অর্ডার ব্যাটার। রোহিতের মতো তিনিও আউট হয়েছেন ব্যক্তিগত ২৮ রান করে। এরপর ১০ বলে ১৩ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে ডিপ ফাইন লেগে আসিফ আলীর হাতে ধরা পড়েন সূর্যকুমার।
ক্রিজে এখন ভিরাট কোহলির সাথে ব্যাট করছেন রিশাভ পান্ত। রানের গতি ১০ থেকে কমে নয়ে নেমেছে এখন। প্রতিবেদনটি লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান।
আরও পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত পূর্ণশক্তির দল খেলাবেন দ্রাবিড়, ইনজুরি ছাড়া মিলবে না বিশ্রাম
/এম ই

