Site icon Jamuna Television

৫ ফিলিস্তিনিকে ফাঁসি দিলো হামাস

ছবি: সংগৃহীত

ফাঁসিতে ঝুলিয়ে পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। রোববার (৪ সেপ্টেম্বর) এক ঘোষণায় তারা এ কথা জানিয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দণ্ডিতদের মধ্যে ইসরায়েলকে সহায়তাকরী দু’জন রয়েছে। অপর তিনজনকে অপরাধমূলক কাজের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করাদের নাম প্রকাশ করেনি। শুধু বলা হয়েছে, সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।

Exit mobile version