Site icon Jamuna Television

গাজীপুরে ‘ভুল চিকিৎসায়’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে তানহা হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসকের ভুল চিকিৎসায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী হলো, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাটুয়ারীগপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আরিফা আক্তার (১০)।

নিহতের পরিবার জানায়, গতকাল মাথা ব্যাথা নিয়ে তানহা হেলথ কেয়ার সেন্টারে ভর্তি হয় আরিফা আক্তার। আজ বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে এক পর্যায় সে মারা যায়। পরে ওই স্কুল শিক্ষার্থীর পরিবার জরুরি বিভাগে গিয়ে খবর নিলে তাকে মৃত দেখতে পান। ঘটনার পর থেকে ওই চিকিৎসক পলাতক রয়েছে। ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী তানহা হেলথ কেয়ার সেন্টার ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মৌচাক ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/

Exit mobile version