Site icon Jamuna Television

দুধের শিশুকে গাড়িতে আটকে রেখে গেলেন বাবা, ফিরে পেলেন মৃতদেহ

ছবি: সংগৃহীত

নিজের এক বছর বয়সী ছেলেকে গাড়িতে আটকে রেখে চলে যান জন্মদাতা বাবা। তীব্র গরমে গাড়িতেই ছটফট করতে করতে মারা যায় শিশুটি। সেই অপরাধে ওই বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে।

একটি ফেসবুক পোস্টে নিউ ফিলাডেলফিয়ার পুলিশ প্রধান মাইকেল গুডউইন বলেছেন, যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ওই শিশুটিকে তার ১৯ বছর বয়সী বাবা ল্যান্ডন প্যারট মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক তদন্তের সময় গোয়েন্দারা ওই বাবার দেয়া তথ্যে অসঙ্গতি খুঁজে পান।

গুডউইনের ভাষ্যমতে, শিশুটিকে প্রায় ৫ ঘণ্টা ধরে গাড়িতে রেখে যায় ওই বাবা। অথচ সেদিন বাইরের তাপমাত্রা ছিল ৮৭ ডিগ্রি ফারেনহাইট।

প্যারটকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি শিশুটিকে ইচ্ছা করেই গাড়িতে ফেলে রেখে গিয়েছিলেন যাতে করে শিশুটি তিনি ঘরে থাকাকালীন কোনো ঝামেলা করতে না পারে।

ওই বাবার বিরুদ্ধে হত্যা, শিশুর জীবন বিপন্ন করাসহ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছে পুলিশ। প্যারটকে আড়াই লাখ ডলারের বন্ডে তুসকারাওয়াস কাউন্টি জেলে রাখা হয়েছে।

/এনএএস

Exit mobile version