Site icon Jamuna Television

বিষ্ণয়ে বিস্মিত বাবর আজম

ছবি: সংগৃহীত

ভারতের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজমের মহামূল্যবান উইকেট হারিয়েছে পাকিস্তান। স্পিনার রবি বিষ্ণয়ের বলে বিস্মিত হয়েই কিনা রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। আর এর মধ্য দিয়ে সাময়িক রানখরার অভিজ্ঞতাও যেন এবারের এশিয়া কাপে হয়ে গেল বাবরের।

পাকিস্তানের ব্যাটিংয়ের মূল শক্তির জায়গাই দলটির টপ অর্ডার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ব্যাটের দিকেই অধিকাংশ ম্যাচে তাকিয়ে থাকতে হয় তাদের। ভারতের সাথে গ্রুপ পর্বের মতোই বাবর আজমকে শুরুতেই হারিয়ে ফেললো পাকিস্তান। দলীয় ২২ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রান করে রবি বিষ্ণয়ের প্রথম ওভারেই রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। এখন ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ফখর জামান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান। জয়ের জন্য এখনও তাদের করতে হবে ৮৪ বলে ১৩৮ রান।

এর আগে, ভিরাট কোহলির ৬০ রানের ইনিংসের সাথে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত।

আরও পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত পূর্ণশক্তির দল খেলাবেন দ্রাবিড়, ইনজুরি ছাড়া মিলবে না বিশ্রাম

/এম ই

Exit mobile version