Site icon Jamuna Television

নড়াইলে ঈদের নামাজ পড়লেন মাশরাফী

নড়াইল প্রতিনিধি

মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় মাশরাফী তার পরিবার-পরিজনের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
পরে পরিবার-পরিজন, বন্ধু, ভক্তসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মাশরাফী। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
মাশরাফী ছাড়াও নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ মুসল্লিরা।
ঈদের নামাজ শেষে মাশরাফী তার নানা বাড়িতে শহরের আলাদাতপুরে যান। এদিকে মাশরাফীকে কাছে পেয়ে তার ভক্তরা আনন্দ প্রকাশ করেন।

Exit mobile version