Site icon Jamuna Television

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন মুশফিক

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য মুশফিকুর রহিম।

শনিবার সকালে ঈদের নামাজ আদায় করতে গিয়ে হাস্যোজ্জল সেলফি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আর ফেসবুকে।

ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে খেলে এসে ছুটি পেয়েছেন ঈদের। ঈদের দুদিন পর আবার ব্যস্ত হয়ে পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নিয়ে।

চলতি মাসের শেষের দিকেই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ টিম। তার আগে কটা দিন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে থাকবেন মুশফিকরা।

এদিকে নিজ এলাকা নড়াইলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

Exit mobile version