Site icon Jamuna Television

আর্সেনালের জয়রথ থামালো ম্যানইউ

ছবি: সংগৃহীত

অবশেষে থামলো আর্সেনালের জয়রথ। হাইভোল্টেজ ম্যাচে তাদের ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে পাঁচ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেলো মিকেল আর্তেতার দল।

ঘরের মাঠে এদিন দারুণ শুরু পায় ম্যানইউ। যদিও ক্রিশ্চিয়ান এরিকসেনের লক্ষ্যভ্রষ্ট শটে লিড পাওয়া হয়নি। ১১ মিনিটে ভিএআরের সাহায্যে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল বাতিল করেন রেফারি। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথম লিড নেয় রেড ডেভিলস। ম্যাচের ৩৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন অ্যান্তোনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দু’টি সুযোগ মিস করে আর্সেনাল। তবে ৬০ মিনিটে বুকাইয়ো সাকার গোলে সমতায় ফেরে দলটি। মিনিট ছয়েকের মাথায় লিড পুনরুদ্ধার করেন মার্কাস রাশফোর্ড। ৭৫ মিনিটে এই ইংলিশ ফরোয়ার্ডের করা আরও এক গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

ইউএইচ/

Exit mobile version