Site icon Jamuna Television

মৌলভীবাজারে বন্যাকবলিত মানুষদের সহায়তা সেনাবাহিনী

টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার শতাধিক গ্রামের মানুষকে সহায়তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।

সিলেটের বিভাগীয় কমিশনার জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে ৩৫ সদস্যের একটি দল। এরইমধ্যে দুই উপজেলায় খোলা হয়েছে ৪১টি আশ্রয়কেন্দ্র। সেখানে আশ্রয় দেয়া হয়েছে সাত হাজার মানুষকে। এদিকে শুক্রবার বিকেলে মনু নদের কদমহাটা এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রাজনগরের আরও কয়েকটি গ্রাম। সবমিলিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা প্রায় ৬০টি। অপরদিকে মনু নদের পানি বাড়ায় কুলাউড়াতেও প্লাবিত হয়েছে নতুন এলাকা।

Exit mobile version