Site icon Jamuna Television

২৭ ব্যাংকের ৭১ ক্রেডিট কার্ডে ডলার লেনদেনে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশের ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে ডলার লেনদেনে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ড লেনদেনের সীমা লঙ্ঘন করায় রোববার (৪ সেপ্টেম্বর) এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ক্রেডিট কার্ডে সীমা লঙ্ঘনের বিষয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ২৭ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

একজন ব্যক্তি নিজের জন্য নির্দিষ্ট পঞ্জিকা বছরে নিয়ম অনুসারে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত এনডোর্স করে নিতে পারবেন। অথচ ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে।

এর আগে একটি বেসরকারি ব্যাংকের ১১টি ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা ভেঙে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়েছিল। এ জন্য ব্যাংকটিকে ৫৫ লাখ টাকা জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক।

/এডব্লিউ

Exit mobile version