Site icon Jamuna Television

৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা পেরুর সামনে আজ ডেনমার্ক

গ্রুপ সি- এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পেরু ও ডেনমার্ক। সারানস্ক এর মরদভিয়া এরিনা স্টেডিয়ামে ম্যাচে শুরু রাত ১০ টায়।

গত আসরে খেলতে না পারা ডেনমার্কের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। অপরদিকে ৩৬ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফেরা পেরু বাছাই পর্বে ভালো খেলে দারুন উজ্জীবিত। ১৯৮২ সালে শেষ বারের মতো বিশ্বকাপ খেলে লাতিন আমেরিকার এই দলটি।

পেরুর জন্য দারুন খবর ডোপ টেস্টের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক পাওলো গুয়েরেরো ম্যাচে ফেরা। ডেনমার্কের বিরুদ্ধে অভিজ্ঞ এই ফুটবলারই হতে চলেছে পেরুরু অন্যতম অস্ত্র। এই বিশ্বকাপে পেরুর অধিনায়কের দায়িত্বেও রয়েছেন তিনি।

কোচ রিকার্দো গার্সিয়া একাদশে কে কে থাকছেন সে নিয়ে ধোয়াশা কাটেনি। এ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ডেনমার্ক। ডেনমার্কের দলে রয়েছে একাধিক প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার। ২০১০ সালে শেষ বার বিশ্বকাপে অংশ নিয়েছিল ডেনমার্ক। গ্রুপের অন্য দু’দল ফ্রান্স ও আস্ট্রেলিয়া।

Exit mobile version