Site icon Jamuna Television

বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

বেকারত্ব, বর্ধিত করারোপ এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস। রোববার (৪ সেপ্টেম্বর) রামলীলা ময়দানে আয়োজিত এই সমাবেশে অংশ নেন রাহুল গান্ধিসহ কংগ্রেসের সিনিয়র নেতারা।

দিল্লি ছাড়াও হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকেও কংগ্রেস নেতারা কর্মীরা অংশ নেন এই সমাবেশে। কেন্দ্রের ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভ জানিয়ে রাহুল গান্ধি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি চাপ সৃষ্টি করা হচ্ছে বিরোধী দলগুলোর ওপর, এমন অভিযোগও করেন রাহুল।

এই কংগ্রেস নেতা আরও বলেন, সাধারণ মানুষের মাঝে ভয় বাড়ছে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অপশাসনের কারণে মানুষ ভীত। আমাদের লড়াই ও সমাবেশ সেই অপশাসনের বিরুদ্ধে।

/এডব্লিউ

Exit mobile version