Site icon Jamuna Television

হাসপাতালে রিজওয়ান, করাতে হবে এমআরআই স্ক্যান

ছবি: সংগৃহীত

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয়ার ম্যাচে কিপিং করার সময় পায়ে চোট পান মোহাম্মাদ রিজওয়ান। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ক্রিকট্র্যাকার এবং টাইমস নাউ’র প্রতিবেদনে জানানো হয়েছে, এমআরআই স্ক্যান করাতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

কিপিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান রিজওয়ান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন রিজওয়ান। রানিং বিটুইন দ্য উইকেটেও রিজওয়ানের অস্বস্তি টের পাওয়া গেছে কয়েকবারই। রান নেয়ার সময়ও তিনি খুঁড়িয়েছেন। ডান পায়ের চোট নিয়ে ৫১ বলে ৭১ রানের লড়াকু ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যান রিজওয়ান।

ছবি: সংগৃহীত

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষে চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে। সেখানে এমআরআই স্ক্যানের পর জানা যাবে ইনজুরির বিস্তারিত। শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, শাহনেওয়াজ দাহানির পর মোহাম্মদ রিজওয়ানের ইনজুরি তাই দুশ্চিন্তা হয়েই এসেছে পাকিস্তান শিবিরে।

আরও পড়ুন: আমার খারাপ সময়ে শুধু ধোনিই খোঁজ নিয়েছে: কোহলি

/এম ই

Exit mobile version