Site icon Jamuna Television

মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় হাফিজুর রহমান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী এক শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে শিশুটিকে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতিও দেখায় হাফিজুর।

পরে শিশুটি বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি জানালে ওই দিনই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মহেশপুর থানার এসআই আল মাসুদ মিয়া আসামির বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেন আদালত।

এসজেড/

Exit mobile version